বাংলাদেশ নৌবাহিনী ,পদবিন্যাস ,বেতন ও ভাতা ২০২৪

বাংলাদেশে এখন প্রতি বছরেই নৌবাহিনীর নাবিকের চাকরি নিয়োগ দিয়ে থাকে। কিন্তু সবাই চাকরিতে যোগদান করার আগে বেতন সম্পর্কে জানতে চায়। আপনি যদি আজকে নৌবাহিনীর নাবিক এর বেতন কত জানতে চান, তাহলে আমাদের সম্পূর্ণ লেখাটি পড়তে থাকুন। আজকের এই পোষ্টের মাধ্যমে নৌবাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন।

বাংলাদেশ নৌবাহিনী নাবিক এর বেতন স্কেল কয়েকটি গ্রেট এর মাধ্যমে দিয়ে থাকে সরকার। আপনার র‍্যাংক অনুযায়ী প্রতি বছরেই বেতন বাড়াতে থাকবে।এবং কি সরকারি থেকে আপনাকে রেশনের ব্যবস্থা করে দেবে। আপনি বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা ও পেয়ে যাবেন।নঅনেকে আছে নৌবাহিনী নাবিকের বেতন জানেন না। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে নৌবাহিনীর নাবিকের বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেছি। আপনি যদি বিভিন্ন তথ্য জানতে চান তাহলে সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

নৌবাহিনীর নাবিক এর বেতন কত

আপনারা অনেকেই আছেন নৌবাহিনী নাবিকের বেতন কত জানেন না। আপনারা অনেক সময় বেতন সম্পর্কে জানার জন্য অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন। আপনি আমাদের এলাকাটি করলে নৌ বাহিনীর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন। আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে বেতন এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছি। নৌবাহিনী এর চাকরিতে বেতনের দেওয়ার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি বেতন পাবেন। নাবিকদের সর্বনিম্ন ৯,০০০ টাকা থেকে শুরু করে ২২,৫০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে। এবং নৌবাহিনীর অফিসারদের ১০ হাজার থেকে শুরু করে ৮৬ হাজার পর্যন্ত বেতন রয়েছে। নিচে আপনাদের বুঝার সুবিধার্থে বিভিন্ন ক্যাটাগরি উল্লেখ করে বেতন কত সেটা উল্লেখ করে দিয়েছি।

নৌবাহিনীর নাবিক এর কাজ কি

নৌবাহিনী নাবিক রা মূলত নদীপথের সমস্ত দায়িত্ব পালন করে। নদীপথে অনেক সময় অবৈধ জিনিসগুলা পারাপার হয়ে থাকে। তখন নৌবাহিনীর নাবিক তাদের অবৈধ জিনিসগুলো জাহাজ থেকে  উদ্ধার করে। নৌবাহিনীর মূলত জলে এবং স্থলে সব জায়গায় কাজ করে থাকে। যে কোন জাহাজ এবং নৌকা চালিয়ে যে কোন স্থানে নিয়ে যেতে পারে। নাবিকদের মূলত কাজ হচ্ছে নদীপথে কোন অবৈধ জিনিস দেখলে সেগুলোকে উদ্ধার করা। এবং নদীপথে বিভিন্ন দায়িত্বগুলো পালন করা। এটাই হলো নৌবাহিনীর নাবিক এর কাজ।

বাংলাদেশ নৌবাহিনীরা বিভিন্ন পদে নিয়োগ দিয়ে থাকে। অনেক সময় তারা সিম্যান এ লোক নিয়োগ করে। অনেকে আছে সিম্যানে নিয়োগ করার আগে তারা বেতন সম্পর্কে জানতে চান। বাংলাদেশ নৌবাহিনী সরকারি চাকরিতে অনেকগুলো ক্যাটাগরিতে বেতন দিয়ে থাকে। আপনার সমস্ত ভাতা সহ তারা বেতন দেয়। অনেকে আছেন সিম্যানের বেতন জানতে চাচ্ছেন। আমাদের এই লেখাগুলো পড়লে বিভিন্ন ধরনের বেতন সম্পর্কে জানতে পারবেন। সিম্যান পদে সর্বনিম্ন বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এবং বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এবং এর বেতনের পাশাপাশি সে সকল ধরনের ভাতা পাবেন।

সিম্যান এর কাজ কি

বাংলাদেশ নৌবাহিনীতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছ। অনেকেই আছেন নৌবাহিনীর সিম্যান পদে নিয়োগ আছেন। নিয়োগ করার আগে তারা সিম্যান কাজ জানতে চান। নৌবাহিনীর সিম্যান মূলত নদীপথের সমস্ত জাহাজ সব কাজ করে থাকে। অবৈধ কোন জিনিস জাহাজে পারাপার হতে হলে সেই জাহাজ রক্ষা করতে হয়। নৌবাহিনীদের জাহাজে সকল ধরনের কামান মিসাইল রক্ষা করতে হয়। এবং সকল প্রকার নৌবাহিনীদের জাহাজগুলো পরিচালনা করা।

নাবিকদের বেতন স্কেল

যারা নৌ বাহিনীর নাবিক পদে নিয়োগ হতে চাচ্ছেন। তারা অনলাইনে সবার আগে বেতন স্কেল সম্পর্কে জানতে চান। আজকে আপনাদেরকে নাবিক এর বেতন স্কেল সম্পর্কে জানাবো। নৌবাহিনী নাবিকের অনেকগুলো ক্যাটাগরিতে বেতন দিয়ে থাকে। তারা বেতনের পাশাপাশি বিভিন্ন রকম ভাতা পায়। নিচে আপনাদেরকে ক্যাটাগরি অনুযায়ী নাবিকদের বেতন স্কেল দেওয়া হলো-

আরো পড়ুনঃ আলী আমজদের ঘড়ি সিলেট | Ali Amjad Watch Sylhet

বাংলাদেশ নৌবাহিনীর নাবিক বেতন স্কেল বেতন
নিয়োগ৯,০০০ টাকা 
ওডি৯,০০০ টাকা 
এবি১০,২০০ টাকা 
এলএস ১১,০০০ টাকা 
পেটটি অফিসার ১৬,০০০ টাকা 
চিফ পেটটি অফিসার ২২,২৫০ টাকা 
সিনিয়র চিফ পেটটি অফিসার ২২,৪০০ টাকা 
মাষ্টার চিপ পেটটি অফিসার ২২,৫০০ টাকা

নৌবাহিনীর পেট্রোলম্যান এর বেতন কত

আপনারা অনেকেই আছেন নৌ বাহিনীর পেট্রলপানে নিয়োগ দিতে চাচ্ছেন। আপনারা নিয়োগ দেওয়ার আগে বেতন এবং পেট্রোলম্যান এর কাজগুলো কি জানতে চান। মূলত পেট্রোল ম্যানের কাজ হল সমস্ত ধরনের জাহাজগুলোকে নিয়ন্ত্রণ কর। নৌবাহিনীর সব জাহাজগুলোকে রক্ষণাবেক্ষণ করা। নৌপথের সমস্ত কিছু রক্ষা করা। নৌবাহিনী পেট্রোল ম্যান এর বেতন স্কেল আমরা ইতিমধ্যে এই পোষ্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি। পেট্রোল ম্যান এর বেতন ১১,০০০ হাজার থেকে অফিসার পর্যন্ত চলে গেলে ৮৬ হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে যায়।

নৌবাহিনীর চাকরির মেয়াদ কত বছর

যারা নৌবাহিনীতে এপ্লাই করার কথা ভাবতেছেন। অনেকেই আছেন যে চাকরির মেয়াদ কত বছর সে তথ্য জানেন না। তারা অনলাইনে খুঁজে থাকেন। আসলে কত বছর হলে চাকরি নেওয়া যায়। নৌবাহিনীর মধ্যে কয়েকটা ক্যাটাগরি রয়েছে। আপনি যদি নৌবাহিনী নাবিক এপ্লাই করতে চান তাহলে আপনি চার বছর মেয়াদ পাবেন। সরকারি ভাবে এই সমস্ত সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী পদের মেয়াদ চার বছর করে নির্ধারণ করা হয়েছে। 

নাবিকদের অন্যান্য ভাতা সমূহ

বাংলাদেশ সরকার নৌ বাহিনীর নাবিকদের অনেকগুলো ভাতা দিয়ে থাকে। তাদের বেতন থেকে শুরু করে সর্বক্ষেত্রের অন্যান্য আরো ভাতা দিয়ে থাকে। সরকার নবীকদের ৯টি ভাতা দিয়ে থাকে। যেমনঃ কিট আপ কিট ভাতা, বাড়ি ভাড়া ভাতা, ডাইভিং ভাতা, ডিপ মানি ভাতা, সার্ভে ভাতা, ভারপ্রাপ্ত ভাতা, রেশন ভাতা, ঝামেলা ভাতা এবং নির্দেশ ভাতা, এ সমস্ত কিছুর ভাতা প্রদান করে থাকে সরকার।

বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এর চাকরি কেমন সুযোগ সুবিধা

বাংলাদেশের সরকার এখন সরকারি চাকরিগুলোতে সুযোগ সুবিধা দিয়েছে। তাদের বেতনের পাশাপাশি সমস্ত রেশন দিয়ে থাকে। তারা  সারা মাসে কি খাবে এবং কোথায় থাকবে সেই সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে থাকে। নৌবাহিনী নাবিকদের থাকার জন্য কোয়াটার রয়েছে। তারা চাইলে তাদের ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সবাই চাইলে থাকতে পারবে না। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক দের চাকরি তে ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে সরকার। 

আরো পড়ুনঃ বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি MODC কাজ কি | যোগ্যতা ও বেতন

উল্লিখিত বেতন ছাড়াও বাহিনী প্রধান ও একজন কমিশন্ড অফিসার হিসাবে, পদবি ও প্রযোজ্যতা অনুযায়ী, নির্ধারিত পদ্ধতি ও হারে, অন্যান্য বেতন উপাদান ও ভাতাদি প্রাপ্য হইবেন।

আশা করছি, আপনারা বাংলাদেশ নৌবাহিনী ,পদবিন্যাস ,বেতন ও ভাতা  সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। সফটবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।

Check Also

Highest-Rated Specialty Hospitals

15 Highest-Rated Specialty Hospitals in Chennai: Top Picks

Are you or a loved one in search of top-notch medical care in Chennai? Finding …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *