আজ টি শেয়ার করছি, যেটিতে বাংলা ভাষার প্রখ্যাত কবি, সাহিত্যিক, লেখকদের ছদ্মনামের তালিকা সুন্দরভাবে উপস্থাপন করা হল। যেসমস্ত পরীক্ষাতে বাংলা বিষয়টি আছে সেখানে এই ছদ্মনাম থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন:- পদাতিক কার ছদ্মনাম? কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? ইত্যাদি।
বাংলাদেশের সেরা ১০ কবির ডাকনাম, উপাধী, পুরস্কার ও পেশা
কবি-সাহিত্যিক | উপাধি |
---|---|
ঈশ্বরচন্দ্র শর্মা | বিদ্যাসাগর, বাংলা গদ্যের জনক, বিরাম/যতি চিহ্নের প্রবর্তক । |
জীবনানন্দ দাশ | তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি। |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | সাহিত্য সম্রাট, বাংলার ওয়াল্টার স্কট, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। |
বিহারীলাল চক্রবর্তী | বাংলা গীতিকবিতার জনক, ভোরের পাখি (গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ছিলেন তিনি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে এ উপাধি দেন) । |
মাইকেল মধুসূদন দত্ত | বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক, সনেটের প্রবর্তক, অমিত্রাক্ষরের প্রবর্তক, দত্তকুলোদ্ভব কবি , বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।কারণ সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ তিনিই প্রথম করেছিলেন। |
রবীন্দ্রনাথ ঠাকুর | বিশ্বকবি (ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাঁকে এ উপাধি দেন), কবিগুরু, বাংলা ছোটগল্পের জনক। |
সুফিয়া কামাল | জননী সাহসিকা, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ৷ |
কাজী নজরুল ইসলাম | বিদ্রোহী কবি, জাতীয় কবি |
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় | বাংলার মিল্টন (শেষ জীবনে অন্ধ হন। |
রোকেয়া সাখাওয়াত হোসেন | নারী জাগরণের অগ্রদূত |
আবদুল করিম | সাহিত্য বিশারদ |
ঈশ্বরচন্দ্র শর্মা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১)
বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ৮ম স্থান প্রাপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার, মানবতাবাদ, কর্মবাদ ও ইহলৌকিক চিন্তা-চেতনার প্রতি আস্থাশীল একজন ক্ষণজন্মা বাঙালি। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে অর্থবহ করে তোলেন। বাংলা গদ্যের সার্থক রূপকার তিনিই ।
আরো পড়ুনঃ বাংলাদেশ নৌবাহিনী ,পদবিন্যাস ,বেতন ও ভাতা ২০২৪
রবীন্দ্রনাথ ঠাকুর
- জন্মঃ ৭ মে ১৮৬১ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত জন্ম গ্রহন করেন।
- পিতা ও মাতাঃ তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী ।
- ছদ্মনামঃ ভানুসিংহ ঠাকুর ।
- পেশাঃ কবি,ঔপন্যাসিক,নাট্যকার,প্রাবন্ধিক,দার্শনিক,সঙ্গীতজ্ঞ,চিত্রশিল্পী,গল্পকার।
- উল্লেখযোগ্য রচনাবলিঃ গীতাঞ্জলি, রবীন্দ্র রচনাবলী, গোরা, আমার সোনার বাংলা, জনগণমন, ঘরে-বাইরে।
- উল্লেখযোগ্য পুরস্কারঃ সাহিত্যে নোবেল পুরস্কার পায়।
- মৃত্যুঃ ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০)জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)
তিরিশের দশকের তথাকথিত জনবিচ্ছিন্ন, রবীন্দ্র বলয় ছিন্নকারী ও উত্তরকালের কবিদের উপর সর্বাপেক্ষা প্রভাববিস্তারকারী কবি জীবনানন্দ দাশগুপ্ত। তাঁর রচনায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে। আধুনিক নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ ও সংশয়ের চিত্র তাঁর কবিতায় দীপ্যমান। বিশ শতকের ষাটের দশকের বাঙালির জাতিসত্ত্বা আন্দোলনে ও ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে তাঁর নিসর্গবিষয়ক কবিতা এদেশের সংগ্রামী জনতাকে অনুপ্রাণিত করেছে।
মাইকেল মধুসূদন দত্ত
- জন্মঃ ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়।
- ছদ্মনামঃ টিমোথি পেনপোয়েম।
- কাব্যগ্রন্থঃ মেঘনাদবধ কাব্য,তিলোত্তমাসম্ভব কাব্য,বীরাঙ্গনা,ব্রজাঙ্গনা,চতুর্দশপদী কবিতাবলী।
- নাটকঃ শর্মিষ্ঠা,পদ্মাবতী,কৃষ্ণকুমারী।
- প্রহসনঃ একেই কি বলে সভ্যতা ? বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
- মৃত্যুঃ ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপর্দকহীন (অর্থাভাবে) অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সাকুলার রোডে সমাধি দেওয়া হয়।
জসীম উদ্দীন
- জন্মঃ জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।
- উপাধিঃ পল্লীকবি।
- উল্লেখযোগ্য পুরস্কারঃ একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।
- গ্রন্থাবলিঃ নকশী কাঁথার মাঠ,সোজন বাদিয়ার ঘাট,বালুচর,ধানখেত,রঙিলা নায়ের মাঝি।
- মৃত্যুঃ ১৪ মার্চ ১৯৭৬ (বয়স ৭৩) ঢাকা, বাংলাদেশ।
কবি শামসুর রাহমান
- জন্মঃ ২৩ অক্টোবর ১৯২৯ সালে কবি শামসুর রাহমান পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।
- বাবা,মাতাঃ বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম।
- পুরস্কারঃ বাংলা একাডেমি পুরস্কার,একুশে পদক,স্বাধীনতা পদক,আনন্দ পুরস্কার,আদমজী সাহিত্য পুরস্কার।
- উল্লেখযোগ্য গ্রন্থাবলিঃ এক ফোঁটা কেমন অনল,প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,রৌদ্র করোটিতে,বিধ্বস্ত নীলিমা,নিজ বাসভূমে,বন্দী শিবির থেকে,দুঃসময়ের মুখোমুখি,ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,বাংলাদেশ স্বপ্ন দেখে,উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,বুক তার বাংলাদেশের হৃদয়।
- পেশাঃ কবি, সাংবাদিক।
- মৃত্যুঃ কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ই আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরো পড়ুনঃ ২০+ ভালো মানুষ নিয়ে কিছু কথা | উক্তি, ক্যাপশন, কবিতা ও স্ট্যাটাস
সুফিয়া কামাল
- জন্মঃ সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- পিতা,মাতাঃ পিতার নাম সৈয়দ আব্দুল বারী এবং মাতার নাম সৈয়দা সাবেরা খাতুন।
- উল্লেখযোগ্য রচনাবলিঃ সাঁঝের মায়া,মায়া কাজল,কেয়ার কাঁটা,উদাত্ত পৃথিবী।
- উল্লেখযোগ্য পুরস্কারঃ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক,স্বাধীনতা দিবস পুরস্কার ।
- মৃত্যুঃ নভেম্বর ২০, ১৯৯৯ (বয়স ৮৮) ঢাকা, বাংলাদেশ।
- পেশাঃ কবি, লেখিকা।
অমিয় চক্রবর্তী
- জন্মঃ ১৯০১ খ্রিষ্টাব্দ ১০ এপ্রিল তারিখে রবীন্দ্র-পরবর্তী যুগের অন্যতম কবি অমিয় চক্রবর্তীর জন্ম হয়েছিল মামা বাড়িতে।
- পিতা-মাতাঃ দ্বিজেশচন্দ্র চক্রবর্তী,অনিন্দিতা দেবী ।
- কাব্যগ্রন্থঃ খসড়া,একমুঠো,মাটির দেয়াল,অভিজ্ঞানবসন্ত,পারাপার,পালাবদল,পুষ্পিত ইমেজ,অমরাবতী,ঘরে ফেরার দিন,অনিঃশেষ।
- মৃত্যুঃ ১২ ই জুন, ১৯৮৬ শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ মৃত্যু বরণ করেন।
- পেশাঃ অধ্যাপনা ।
- পিতা-মাতাঃ দ্বিজেশচন্দ্র চক্রবর্তী,অনিন্দিতা দেবী ।
- পুরস্কারঃ পদ্মভূষণ, সাহিত্য অকাদেমি পুরস্কার।
সৈয়দ ফররুখ আহমদ
- জন্মঃ সৈয়দ ফররুখ আহমদের জন্ম ১৯১৮ খ্রিষ্টাব্দে (তৎকালীন যশোর জেলার অন্তর্গত) মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের সৈয়দ বংশে।
- বাবা মাঃ তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। মায়ের নাম রওশন আখতার।
- মৃত্যুঃ ১৯ অক্টোবর ১৯৭৪ (বয়স ৫৬) ঢাকা, বাংলাদেশ।
- পেশাঃ কবি, সম্পাদক, বেতার শিল্পী।
- কাব্যগ্রন্থঃ সাত সাগরের মাঝি (প্রথম কাব্য),সিরাজাম মুনীরা।
- কাব্যনাট্যঃ নৌফেল ও হাতেম।
- সনেটসংকলনঃ মুহূর্তের কবিতা।
- কাহিনীকাব্যঃ হাতেম তায়ী।
- উল্লেখযোগ্য পুরস্কারঃ বাংলা একাডেমি পুরস্কার,একুশে পদক,স্বাধীনতা পদক ।
সুকান্ত ভট্টাচার্য
- জন্মঃ ১৯২৬ সালের ১৫ই আগস্ট তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটের ৪৩,মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহণ করেন।
- পিতা মাতাঃ পিতা-নিবারণ ভট্টাচার্য, মা-সুনীতি দেবী।
- কাব্যগ্রন্থঃ ছাড়পত্র,ঘুম নেই,পূর্বাভাস।
- অন্যান্য রচনাঃ মিঠেকড়া,অভিযান,হরতাল।
- মৃত্যুঃ প্রথম ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে ১৯৪৭ সালের ১৩ই মে মাত্র ২১ বছর বয়সে কলিকাতার ১১৯ লাউডট স্ট্রিটের রেড এড কিওর হোমে মৃত্যুবরণ করেন।
আশা করছি, আপনারা বাংলা সাহিত্যিকদের কবি ছদ্মনাম, উপাধী, পুরস্কার ও পেশা ২০২৪ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। সফটবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।