একাদশ শ্রেণির ভর্তি মাইগ্রেশন করার নিয়ম ও বিস্তারিত তথ্য ২০২৪

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়া শেষ আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ফল ঘোষণা করা হবে। একাদশ শ্রেণিতে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এদিন মাইগ্রেশনেরও ফল প্রকাশ করা হবে। গত ৩০ জুন এ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। 

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির লক্ষ্যে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। তৃতীয় পর্যায়ের আবেদনের ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছে, তাদের নির্বাচন নিশ্চায়নের জন্য নিজ পোর্টালে লগইন করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চায়নের ফি প্রদান করে নির্বাচন নিশ্চায়ন করতে হবে।

একাদশ শ্রেণী কলেজ ভর্তি মাইগ্রেশন ২০২৪

মাইগ্রেশন কি: মাইগ্রেশন মানে পরিবর্তন । আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যদি ভর্তি হতে না চান তাহলে আপনি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন করতে পারবেন এবং মাইগ্রেশনের মাধ্যমে আপনি শুধু উপরের কলেজগুলোতে ভর্তি হতে পারবেন যদি উক্ত কলেজে আপনার সংশ্লিষ্ট বিভাগে কোন আসন খালি থাকে ।

যেমন, আপনি ১০টি কলেজ চয়েজ দিয়েছিলেন, আপনার চান্স হয়েছে ৬ নম্বর কলেজে, এখন আপনি ১-৫নং কলেজ গুলোতে মাইগ্রেশন করতে পারবেন। আর মাইগ্রেশন করার আগে আপনাকে কলেজ নিশ্চিত করনের জন্য বোর্ড চার্জ বাদে ২০০ টাকা প্রদান করতে হবে।

মাইগ্রশন কখন করতে পারবে: মাইগ্রেশন মূলত কোনো কলেজে চান্স পাওয়ার পর করতে হয়।

আরো পড়ুনঃ ইতালি ভিসা | স্পন্সর ভিসার আবেদনের সময়, খরচ, সুবিধা ২০২৪

কলেজ মাইগ্রেশন রেজাল্ট ২০২৪

অনলাইনে সম্পন্নকৃত কলেজ মাইগ্রেশনের ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড থেকে দেখা যাবে । একাদশ শ্রেণি ভর্তি মাইগ্রেশন দুইটি ধাপে প্রকাশ করা হবে । ১ম ও ২য় মাইগ্রেশনের ফলাফল দেখতে নিচের লিংতে ক্লিক করুন ।

কলেজ ভর্তি মাইগ্রেশন করার নিয়ম

মাইগ্রেশন প্রক্রিয়াটিতে আপনার আবেদনের প্রেক্ষিতে মেধা ও অপশন অনুযায়ী চাহিত প্রতিষ্ঠানে আসন খালি থাকার সাপেক্ষে মনোনীত করা হবে। নিশ্চায়নের টাকা জমা দেয়ার পর, মাইগ্রেশনের আবেদন না করে থাকলে বর্তমান মনোনীত কলেজেই আপনাকে চুড়ান্তভাবে মনোনীত করা হবে ৷

মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা জন্য  আপনি ড্যাশবোর্ডে Migration অপশনটি দেখতে পাবেন ।  যদি আপনি বর্তমান মনোনীত কলেজের কোন পরিবর্তন না করতে চান তবে Migration অপশনটি ‘না’ (No) সিলেক্ট করে  সাবমিট করে দিবেন। আর যদি আপনি বর্তমান মনোনীত কলেজ পরিবর্তন করতে চান তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন ।

  • যদি আপনি কোন কলেজে মনোনীত হয়ে থাকেন এবং নিশ্চায়নের টাকা জমা দিয়ে দেন, তাহলেই কেবলমাত্র আপনি মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন।
  • এবার মাইগ্রেশন সম্পন্ন করার জন্য এই লিংকে (xiclassadmission.gov.bd) গিয়ে প্রয়োজনীয় সব তথ্য প্রদান করার মাধ্যমে Login করুন।
  • সঠিকভাবে Login করার পর বাম দিকের Sidebar থেকে “Migration” অপশনটি নির্বাচন করুন ।
  • এবার মাইগ্রেশনের জন্য Migration অপশনটি ‘হ্যাঁ Yes সিলেক্ট কর এবং তোমার পছন্দ অনুসারে Priority প্রদান করে আবেদন সাবমিট কর। 

আরো পড়ুনঃ এস আই লিখিত পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন ও সমাধান ২০২৪

আশা করছি, আপনারা একাদশ শ্রেণির ভর্তি মাইগ্রেশন করার নিয়ম ও বিস্তারিত তথ্য সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। সফটবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।

Check Also

U.S. Job Interview

How To Prepare for a U.S. Job Interview: Land High-Paid Sponsorships

Getting ready for a U.S. Job interview can feel tough. The stakes are higher when …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *