সরকারি ও বেসকারি মেডিকেল ভর্তি যোগ্যতা ও পরীক্ষায় নম্বর ২০২৪

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রোগ্রামে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হয়েছে গত ৯ ফেব্রুয়ারি। ইতিমধ্যে সরকারি মেডিকেল কলেজগুলোর প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে ৬৩ জন প্রথম মাইগ্রেশনে মনোনীত হয়েছেন।

H S C পাশের পর মেডিকেল কলেজে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে ও পরীক্ষায় কত নম্বর পেতে হবে

অনলাইনে প্রাইভেট মেডিকেলে ভর্তির জন্য একজন শিক্ষার্থী দুটি ভিন্ন সুবিধার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। একটি হচ্ছে সেলফ ফান্ডিং বা নিজস্ব খরচে ভর্তি এবং পড়াশোনার সুবিধা। আরেকটি হচ্ছে অসচ্ছল-মেধাবী কোটায় ভর্তির সুবিধা, যেখানে শিক্ষার্থীকে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসারে অসচ্ছল-মেধাবীর প্রমাণ দাখিল করতে হবে।

দেশে বর্তমানে সরকারি মেডিকেল কলেজ আছে ৩৭টি, আর প্রাইভেট মেডিকেল কলেজ ৬৭টি। সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি, অন্যদিকে প্রাইভেট মেডিকেল কলেজে আছে ৬ হাজার ২৯৫টি আসন। সরকারি ও প্রাইভেট মেডিকেল কলেজ মিলিয়ে মোট ১১ হাজার ৬৭৫টি আসনের বিপরীতে ৯ ফেব্রুয়ারির পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। ফলে প্রতি একটি আসনের বিপরীতে শিক্ষার্থী রয়েছেন চারজনের বেশি।

আরো পড়ুনঃ একাদশ শ্রেণির ভর্তি মাইগ্রেশন করার নিয়ম ও বিস্তারিত তথ্য ২০২৪

মেডিকেল কলেজে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে ?

  • এস . এস . সি . ও এইচ . এস . সি . তে মোট জি . পি . এ . 8. 00 হতে হবে ।
  • এস . এস . সি . এবং এইচ . এস . সি . তে আলাদা জি . পি . এ . কমপক্ষে 3. 50 হতে হবে ।
  • জীববিজ্ঞানে জি . পি . এ . কমপক্ষে 3. 50হতে হবে ।
  • ভর্তি পরীক্ষা 100 নাম্বারের mcq লাগবে।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২২-২০২৩ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২২-২০২৩ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

যোগ্যতা:

  • ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি/ ‘এ’ লেভেল সমমান ও ২০২০ সালে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান অথবা ২০২১ সালে এইচএসসি/ ‘এ’ লেভেল /সমমান ও ২০১৯ সালে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • এসএসসি ‘ও’ লেভেল /সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।
  • এসএসসি এবং এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।
  • সবার জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

ভর্তি পরীক্ষা: ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়ভিত্তিক নম্বরবিন্যাস: জীববিজ্ঞান ৩০; রসায়নবিদ্যা ২৫; পদার্থবিদ্যা ২০; ইংরেজি ১৫; সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ) ১০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমানে প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিচের নিয়মে মূল্যায়ন করা হবে:

  • এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ=৭৫ নম্বর (সর্বোচ্চ)
  • এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ=১২৫ নম্বর (সর্বোচ্চ)

অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১৩-০২-২০২৩, সোমবার (দুপুর ১২টা)

অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৩-০২-২০২৩, বৃহস্পতিবার (রাত ১১: ৫৯ মি.)

অনলাইনে আবেদনের ফি জমার শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি (রাত ১১.৫৯ মি.)

ভর্তি পরীক্ষার তারিখ: ১০-০৩-২০২৩, শুক্রবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত।

আরো পড়ুনঃ ইতালি ভিসা | স্পন্সর ভিসার আবেদনের সময়, খরচ, সুবিধা ২০২৪

আশা করছি, আপনারা সরকারি ও বেসকারি মেডিকেল ভর্তি যোগ্যতা ও পরীক্ষায় নম্বর ২০২৪ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। সফটবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।

Check Also

U.S. Job Interview

How To Prepare for a U.S. Job Interview: Land High-Paid Sponsorships

Getting ready for a U.S. Job interview can feel tough. The stakes are higher when …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *