এসএসসি রেজাল্ট দেখার নিয়ম বা চেক করার উপায় সকল বোর্ড ২০২৪

২০২৪ এসএসসি রেজাল্ট  ৯ থেকে ১২ মে এর মাঝে যেকোনো একদিন প্রকাশ হতে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা ১২ মে রেজাল্ট প্রকাশ হবে। এবার ৯টি সাধারণ ও ২টি কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরিক্ষা সম্পন্ন হয়েছে। স্টুডেন্ট সংখ্যা মোট ২০ লাখ চব্বিশ হাজার। এসএসসি রেজাল্ট চেক ২০২৪

এসএসসি রেজাল্ট চেক ২০২৪

এসএসসি রেজাল্ট চেক করার জন্য প্রথমেই http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ড নাম, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। তাহলে সহজেই আপনার SSC Result Check করতে পারবেন।

এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

আরো পড়ুনঃ ২০+ ভালো মানুষ নিয়ে কিছু কথা | উক্তি, ক্যাপশন, কবিতা ও স্ট্যাটাস

এসএসসি রেজাল্ট সবার আগে চেক করার জন্য নিম্নে উল্লেখ করে দেয়া ধাপগুলো অনুসরণ করুন —

  • প্রথমেই ভিজিট করুন http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট।
  • এরপর, Examination লেখার পাশে থেকে SSC/Dakhil সিলেক্ট করুন।
  • Year লেখার পাশে থেকে 2024 সিলেক্ট করুন এবং Board লেখার পাশে থেকে আপনার বোর্ডের নাম সিলেক্ট করুন।
  • এখন আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। অতঃপর, ক্যাপচা কোড লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

উপরোক্ত ৪টি ধাপ অনুসরণ করার মাধ্যমে অনেক সহজেই এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য উপরোক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে না পারলে নিচে উল্লেখ করে দেয়া বিকল্প পদ্ধতি অনুসরণ করুন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি রেজাল্ট দেখার জন্য https://eboardresults.com/bn/ebr.app/home/ ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ডের নাম নির্বাচন করুন এবং ফলাফলের ধরণ থেকে একক/বিস্তারিত ফলাফল সিলেক্ট করে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। অতঃপর, ক্যাপচা কোড পূরণ করে ফলাফল দেখুন বাটনে ক্লিক করুন।

এসএসসি রেজাল্ট চেক ২০২৪

এই পদ্ধতিটি অবলম্বন করার মাধ্যমে মাত্র কয়েক মিনিটে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ চেক করার জন্য এই পদ্ধতিটি অনুসরণ করুন। যদি বুঝতে না পারেন, তাহলে নিম্নে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করুন।

আরো পড়ুনঃ বাংলাদেশ বিমান বাহিনীর বেতন, যোগ্যতা ও পদ পদবি ২০২৪

এসএসসি রেজাল্ট চেক মার্কশিট সহ

  • প্রথমেই ভিজিট করুন https://eboardresults.com/bn/ebr.app/home/ ওয়েবসাইট
  • পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ডের নাম ও ফলাফলের ধরণ নির্বাচন করুন
  • রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লিখে ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করুন

এই তিনটি ধাপ অনুসরণ করার মাধ্যমে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন।

রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে মোবাইলের টেক্সট ম্যাসেজ অপশন থেকে SSC<>বোর্ডের নাম<>রোল নাম্বার<>পরীক্ষার সাল লিখে 16222 নাম্বারে একটি ম্যাসেজ সেন্ড করতে হবে। ম্যাসেজ সেন্ড করার পর ফিরতি ম্যাসেজে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট জানিয়ে দেয়া হবে।

আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে কিংবা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান, তাহলে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। এজন্য, উপরে উল্লেখ করে দেয়া পদ্ধতিটি অনুসরণ করুন।

রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া রেজাল্ট বের করার নিয়ম

  • প্রথমেই মোবাইলের ম্যাসেজ অপশন ওপেন করে নিন।
  • SSC<>বোর্ডের নাম<>রোল নাম্বার<>পরীক্ষার সাল এভাবে একটি ম্যাসেজ লিখুন। (Ex: SSC DHA 145963 2024)
  • এরপর, উক্ত ম্যাসেজটি 16222 নাম্বারে সেন্ড করুন।

ম্যাসেজ সেন্ড করার কিছু সময় পর আপনার রেজাল্ট জানিয়ে দেয়া হতে ফিরতি ম্যাসেজের মাধ্যমে। তবে, রেজাল্ট প্রকাশ হওয়ার পূর্বে ম্যাসেজ সেন্ড করতে হবে।

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

এসএসসি রেজাল্ট চেক করার দুইটি ওয়েবসাইট রয়েছে। সরকারি এই দুইটি ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট সহ বিভিন্ন বোর্ড পরীক্ষা রেজাল্ট চেক করতে পারবেন। নিচে এই দুইটি ওয়েবসাইটের লিংক দেয়া হয়েছে।

  1. https://eboardresults.com/bn/ebr.app/home/
  2. http://www.educationboardresults.gov.bd/

প্রথম ওয়েবসাইটটি থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট চেক করতে পারবেন। দ্বিতীয় ওয়েবসাইট থেকেও আপনার এসএসসি রেজাল্ট বের করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। একটি ওয়েবসাইটের সার্ভার যদি জ্যাম থাকে, তাহলে অন্য ওয়েবসাইটটি দিয়ে রেজাল্ট চেক করার চেষ্টা করুন।

স্ত এসএসসি রিজাল্ট 2024 বোর্ড অনুসন্ধান করতে পারে।

আশা করছি, আপনারা ২০+ ভালো মনের মানুষ নিয়ে কিছু কথা | উক্তি, ক্যাপশন, কবিতা ও স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। সফটবিডিইনফো সাথে থাকার জন্য ধন্যবাদ।

Check Also

U.S. Job Interview

How To Prepare for a U.S. Job Interview: Land High-Paid Sponsorships

Getting ready for a U.S. Job interview can feel tough. The stakes are higher when …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *